Recognition
Minister of Education Dipu Moni visiting Ambala Foundation Stall

Ambala Foundation Social Programs

Honorable Minister of Education visited Ambala Foundation Stall

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁদপুর চেম্বার অব কমার্স ও অপ্সরা ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত “উদ্যমী নারী এসএমই” মেলায় আম্বালা ফাউন্ডেশন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডঃ দীপু মনি, এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ ও ডিএমডি জনাব মো:ফজলুল কাদের। মাননীয় মন্ত্রী মহোদয় আম্বালা ফাউন্ডেশন এর স্টল পরিদর্শন করেন এবং নারী উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্যসামগ্রী ঘুরে ঘুরে দেখেন। এ সময় আম্বালা ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মো: নাজমুল হক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মেলাতে আম্বালা ফাউন্ডেশনের মাইক্রোফিনান্স প্রকল্পের নারী উদ্যোক্তাদের নিজহাতে প্রস্তুতকৃত “নৌকা” মাননীয় মন্ত্রী মহোদয়কে উপহার দেন।

The Honorable Minister of Education of the Government of the Peoples’ Republic of Bangladesh visited the Ambala Foundation Stall last Saturday on February 08, 2020. Ambala Foundation participated in the fair for demonstrating the products produced by the beneficiary women of the organization’s Social Development Programs. The fair was organized by the Government to encourage the Small and Medium Women Enterprises.

Here it is notable that, Ambala Foundation is working to encourage the women for their participation in national economy through promoting awareness, economic, capacity building, marketing development supports.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *